বিন্নাগুড়িতে কুকুরের থেকে বন্য হরিণ কে রক্ষা করল গ্রামবাসীরা
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বিন্নাগুড়ি, ১০ই মার্চ, ২০২১: বুধবার ডুয়ার্সের সাঁকোয়াঝোড়া ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিরঞ্জন পাট এলাকা থেকে একটি হরিণ উদ্ধার হল। জানা গিয়েছে পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গল থেকে হরিণটি গ্রামে ঢুকে পড়ে। এর পর কুকুরের তাড়া খেয়ে আহত হরিণটি গ্রামের ভেতর ছুটোছুটি করতে শুরু করে। গ্রামবাসীরা হরিণটিকে কুকুরের কবল থেকে উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রেখে বনদপ্তরে খবর দেন। বনকর্মীরা গিয়ে সেটিকে উদ্ধার করে নিয়ে আসে। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক শুভাশিস রায় জানান বার্কিং ডিয়ার প্রজাতির পূর্ণ বয়স্ক হরিণটিকে গ্রামবাসীদের সহায়তায় এদিন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সেটি সুস্থ থাকায় হরিণটিকে খুট্টিমারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)