হোলির আগে ময়নাগুরিতে রং-বাজার জমজমাট
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৭শে ফেব্রুয়ারি ২০১৮: বাঙালির ১২ মাসে ১৩ পার্বন, আর এই পার্বনের মধ্যে একটি, দোল উৎসব। দোল উৎসবকে কেন্দ্র করে জমে উঠেছে ময়নাগুরিতে রঙ-এর দোকান। ময়নাগুরিতে প্রায়ই রঙ-এর দোকানে ৮ থেকে ৮০ সবারই ভীর দেখা মিলছে। প্রতিটি দোকানে মিলছে আবির সহ রঙবে রঙবে বিভিন্ন প্রকার রঙ-এর বাহার।
একজন দোকানদার জানান প্রতিবছরের তুলনায় এ বছর রঙ এর চাহিদা অনেক বেশি। মানুষ ভালো ব্র্যন্ডের রঙ কিনছেন। বাচ্চাদের জন্য পিচকারি, টুপি, মুখোস এগুলির চাহিদা তুঙ্গে। এক কথায় বলতে গেলে, ময়নাগুরি বাজারে যে এখুনি দোল উৎসব শুরু হয়ে গেছে তা বলার অপেক্ষা থাকে না। অপর দিকে একজন ক্রেতা জানান তিনি অবশ্যই ভালো রঙ কিনতে এসেছেন। দাম একটু বেশি হলেও শরিরের পক্ষে ক্ষতিকারক কমদামি রঙ না কেনাই ভালো।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)