রাজ্য আন্তঃজেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেটে চ্যাম্পিয়ন উত্তর দিনাজপুর, দলে ইসলামপুরের ৪

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৮শে ফেব্রুয়ারি ২০১৮: আন্তঃজেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় চাম্পিয়নের খেতাব অর্জন করেছে উত্তর দিনাজপুর জেলা। পাশাপাশি ইসলামপুর ক্রিকেট কোচিং ক্যাম্পের চার সদস্য ওই চাম্পিয়ন দলের হওয়ায় উচ্ছসিত, আনন্দিত পুরো ক্যাম্প থেকে শুরু করে কোচ সহ ইসলামপুরের আপামর ক্রীড়াপ্রেমী। জানা গিয়েছে, গত ২৫শে ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হয় আন্তঃজেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা। চুড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় উত্তর দিনাজপুর বনাম দক্ষিণ ২৪ পরগনা অংশ গ্রহণ করে। প্রবল বৃষ্টির কারণে মাঠে জল জমার পাশাপাশি পিচ কাঁদা হয়ে নষ্ট হয়ে যায়। সঙ্গত কারণে দুদলের মধ্যে টস করা হলে উত্তর দিনাজপুর বিজয়ী হয়। ইসলামপুর ক্রিকেট কোচিং ক্যাম্পের প্রিয়তোষ সিনহা ও মনোতোষ বিশ্বাস পুরো টুর্নামেন্টের পাশাপাশি ফাইনালের প্রথম একাদশের সদস্য ছিলেন। এছাড়া সুপ্রতীম রায় ও ভোম্বল প্রথম একাদশে না থাকলেও চাম্পিয়ন দলের সদস্য ছিলেন। উল্লেখ, ইতিপূর্বে রায়গঞ্জে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে গত ২২শে ডিসেম্বর ১০ উইকেটে বীরভুম, ২৪শে ডিসেম্বর ৭ রানে মালদা জেলাকে পরাজিত করে। দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে 6 জানুয়ারি 5 উইকেটে বর্ধমানকে ও ৮ জানুয়ারি ৮০ রানের বড়ো ব্যবধানে মেদিনীপুরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় উত্তর দিনাজপুর জেলা দল। ইসলামপুর ক্রিকেট কোচিং ক্যাম্পের কোচ জয়ন্ত চন্দ বলেন, ছেলেরা সুযোগ পেয়ে ভালো ফল করেছে এতে আমি খুবই খুশি। তবে ইসলামপুরে খেলাধুলোর পরিকাঠামো ভাল হলে আরও প্রতিভাবান খেলোয়াড় ইসলামপুরকে গর্বিত করে তুলবে আমি নিশ্চিত। ইসলামপুর পুরসভার পুরপ্রধান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালা বলেন, খুবই আনন্দের খবর, সেকারণেই কোচিং ক্যাম্পকে সর্বতোভাবে সহযোগিতা করা হচ্ছে, আগামীতে সবরকমের সহযোগিতার জন্য তৈরি আছি। ক্যাম্পের কোচ জয়ন্ত চন্দের পাশাপাশি জেলা দলের প্রতিটি সদস্যকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর সহ সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন, আমাদের জেলা ক্রীড়া সংস্থা যে ঠিক পথে চলছে আমাদের জেলা দলের ধারাবাহিক সাফল্য তারই প্রমাণ করে।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!