রাজগঞ্জের মান্তাদারি থেকে উদ্ধার ৪০ কিলো ওজনের অজগর

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই, বেলাকোবা, ১৭ই জুন, ২০১৮: আজ সকালে বেলাকোবা রেঞ্জের বন বিভাগের কর্মীরা একটি বিসালাকায় অজগর সাপ এলাকা থেকে উদ্ধার করেনl প্রথমে অজগরটি দেখেন মান্তাদারি এলাকার স্থানীয় বাসিন্দারা। সাপটিকে দেখেই তারা দ্রুত বনদপ্তরে খবর দেয়। বন বিভাগ দেড়ি না করে তৎক্ষণাৎ পৌঁছে যায় ঘটনাস্থলে। বেলাকোবা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার শ্রী সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে পুরো উদ্ধার পর্ব সম্পন্ন হয়। উদ্ধার হয় বিশাল অজগর। রেঞ্জার শ্রী সঞ্জয় দত্ত সাংবাদিকদের জানান যে সাপটির ওজন ৪০ কেজি (উলেখ্য ইদানীং এত ওজনের অজগর ধরা পড়েনি)। তিনি আরও জানান সাপটি লম্বায় ৩০ ফুটl অজগরটি উদ্ধারের সময় এলাকার প্রচুর সংখ্যায় স্থানীয় লোকজন জড়ো হয় সেখানেl তাদের সরাতে বেগ পেতে হয় বনকর্মীদের।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!