নিউ কুচবিহারে অনুষ্ঠিত হল মেগা স্বাস্থ্যপরীক্ষা শিবির

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই নিউ কুচবিহার ২৭শে জানুয়ারি ২০১৮: ৭২০ জন রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করার মধ্য দিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিউ কুচবিহার শাখা ও ব্লাড ডোনার্স অর্গানাইজেশন তাদের সমাজ সেবা মূকল কাজের গতি অব্যহত রাখলো। রবিবার নিউ কোচবিহার বাইশগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই  স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৮ জন রোগ বিশেষজ্ঞ উপস্থিত থেকে ৭২০ জন রোগীর চিকিৎসা করেন।

ডঃ যোগেন্দ্র ওয়ারাৎকর ও ডঃ দেবদাস মুখার্জী (শিশুবিভাগ), ডঃ সঞ্জয় কুমার তানিশ (অস্থিবিভাগ), ডঃ আই. এম. সিদ্দিক (ফিজিসিয়ান), ডঃ অতনু কুমার পাল(স্ত্রীরোগ), ডঃ অনির্বান রায় (দন্তবিভাগ), ডঃ অম্লান পন্ডিত (চক্ষুরোগ বিশেষজ্ঞ), শ্রীমতী শিপ্রা ভৌমিক সরকার ও শ্রীমতী সুপ্রীতি দেব পোলিও বিভাগ) শ্রীমতী সাবানা মন্ডল (ব্লাডপ্রেসার বিভাগ)। এদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের প্রশংসা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি প্রশংসা করেন স্বাস্থ্য কর্মীদেরও। মন্ত্রী ছাড়াও এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিউ কোচবিহার শাখা প্রবন্ধক শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্য্য, ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের সম্পাদক শ্রী রাজা বৈদ্য,  সভাপতি শ্রী নবেন্দু ভদ্র প্রমুখ।

ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!