দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল মাসিক সাহিত্য আসর
দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বালুরঘাট ২৭শে জানুয়ারি ২০১৮: দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাব-এর উদ্যোগে ক্লাব প্রাংগনে গতকাল অনুষ্ঠিত হল মাসিক সাহিত্য আসর। উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শনিবার বিকেল ৪টা ৩০মিনিট নাগাদ মাসিক সাহিত্য আসরের শুভ সূচনা করেন জার্নালিস্টস ক্লাবের সম্পাদক শ্রী শংকর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যকেরা। আসরে স্বরচিত কবিতা, ছোটগল্প, অনুগল্প পড়ে শোনান বিভিন্ন কবি, সাহিত্যকেরা। সুস্থ্য কল্যাণমুখি নির্মল সাহিত্য চর্চা করে বসবাসযোগ্য সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক বিপ্লব অবশ্যম্ভবী।এই আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত বিশিষ্টজনেরা। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাব-এর সম্পাদক শ্রী শংকর দাস বলেন, “বর্তমান নৈতিক অবক্ষিত সমাজকে রক্ষা করার জন্য লেখক, সাহিত্যিক, কবিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই প্রতিমাসেই ক্লাব প্রাংগনে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আগামী ফেব্রুয়ারী মাসের জার্নালিস্টস ক্লাব-এর মাসিক সাহিত্য আসরে সকল কবি, লেখক, সাহিত্যিক ও শ্রোতা সকলকে সাদর আমন্ত্রন জানাই”।
ছবিঃ দীপঙ্কর মিত্র (টী.এন.আই)