ডিজিট্যাল মিডিয়া নিয়ে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের আলোচনা সভা
টি.এন.আই নিউজ সার্ভিস (টি.এন.এস)
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ১৫ই সেপ্টেম্বর, ২০২০: আজ কাওয়াখালিতে ‘উত্তরীয়’ ভবনে এক আলোচনা সভায় শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে শিলিগুড়ি এবং পার্শবর্তী এলাকার বিভিন্ন ডিজিট্যাল মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে একত্রিত হয়। মূলত এই আলোচনা সভায় যে বিষয় নিয়ে আলোচনা করা হয় তা হল ডিজিটাল মিডিয়ার সমস্যা। এই আলোচনা হল এই শৃঙ্খলায় ২তীয় অধ্যায়। এর আগেও এমন আলোচনা হয়েছে। এই আলোচনায় নব্য সাংবাদিকদের কাজের জায়গার তাদের কথাও শোনা হয়। এই আলোচনায় শিলিগুড়ি শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন তারা হলেন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের সম্পাদক শ্রী অংশুমান চক্রবর্তী, সভাপতি শ্রী প্রমোদ গিরি, সহ সভাপতি শ্রী প্রসেঞ্জিত রাহা, শ্রী মানস ঘোষ, সঞ্জয় বিশ্বকর্মা, সূর্যশেখর গাঙ্গুলী প্রমুখ। শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের সম্পাদক শ্রী অংশুমান চক্রবর্তী জানান খুব তাড়াতাড়ি একটা জার্নালিস্ট ওয়ার্কশপ করার পরিকল্পনা।
ছবি: শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব