ফালাকাটায় আগুন ঝরানো ভাষণ দিলেন ‘খেলা হবে’ খ্যাত দেবাংশু
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জটেশ্বর, ৭ই মার্চ, ২০২১: বুধবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে ফালাকাটার পাঁচমাইলে নির্বাচনী সভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য্য। তিনি এদিন বলেন, দিদির দুয়ারে সরকারে আপনারা কাগজপত্র নিয়ে লাইনে দাড়িয়ে স্বাস্থ্য সাথির কার্ড পেয়েছেন তা দিয়ে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন। বিজেপি আসলেও দুয়ারে সরকার হবে সেখানে কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়াবেন, সেটা হবে এনআরসি।তারপর আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। আমাদের দিদি সবাইকে কিছুনা কিছু দেয়। রাজ্যের জন্য দিয়েছে স্বাস্থ্য সাথী কন্যাশ্রী, রুপশ্র্ সবুজ সাথির, সাইকেল বিনে পয়সায় চাল। বাইরে থেকে এসে অমিত শাহ চাইল দিদি আমাদের কয়েকটি নেতা দিন, দিদি তাকেও দিল তৃণমূলের কয়েকটি পচা নেতাকে। ওরা আসছে দিদির কাছে বলছে আমাদের লোক নেই, নেতা নেই এ রাজ্যে যাদের ভোটে দাড়া করাব আপনি আমাদের নেতা দিন, দিদি আমাদের দিল দরিয়া কাউকে খালি হাতে ফেরায় না নিরাশ, করে না, তাঁকেও দিয়ে দিল তৃণমূলের কয়েকটি পচা নেতাকে। মোদী, অমিত, নাড্ডা অপেক্ষা করে ছিল তৃণমূল থেকে কয়েকটি পচা অপদার্থ কে ধাক্কা মেরে বের করে দেবে তাদের নিয়ে বিজেপি নির্বাচনে প্রার্থী করবে। দিদি বিনে পয়সায় চাল দিচ্ছে আর এখন সেই চাল রান্না করতে মোদির সাড়ে নশো টাকা দিয়ে গ্যাস কিনে রান্না করতে হচ্ছে। সিপিএম বিজেপির দালাল। এখন নির্বাচনের সময় জোট করে বিজেপিকে যেটাতে এসেছে। এতদিন এরা কোথায় ছিল। এবার দিদিকে বেশি ভোটে যেটাতে হবে।দিদির হাত শক্ত করতে হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)