৩৫ লক্ষ টাকার অবৈধ শাল ও শেগুন ধরা পড়ল কুচবিহারের বক্সিহাটে

অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বক্সিহাট ১৫ই এপ্রিল, ২০১৮: গতকাল  অর্থাৎ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বক্সিহাট থানার অন্তর্গত সংকোষ নাকা চেকিংএ একটি ট্রাক অবৈধ শাল ও শেগুন বোঝাই কাঠ সমেত ধরা পরে। আজ কুচবিহার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে সাংবাদিক সম্মেলনে জানায় AS16/6427 নম্বরের এটি দশ চাকা ট্রাক প্রচুর কাঠ নিয়ে আসাম থেকে পশ্চিমবঙ্গ ঢুকেছিলো তখন পুলিশ ট্রাক আরহির কাছ থেকে বৈধ কাগজপত্র দেখতে চায় কিন্তু পুলিশকে বৈধ কাগজপত্র দেখতে পারেন না তখন পুলিশ ট্রাক সমেত বক্সিহাট থানাতে নিয়ে আসে এবং আরহির কাছ থেকে জানতে পারে আরহির নাম তাহের আলি বারি কোকরাঝার জেলায়। এই কাঠগুলির বাজার মূল্য ২৫ থেকে ৩৫ লক্ষ টাকা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এর পিছনে আরো কোনো বরো পাচারকারি যুক্ত আছে কিনা তা তদন্ত চলছে। এই রকম ভাবে আমাদের তল্লাশি অভিযান চলতেই থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরীর এবং বক্সিহাট থানার পুলিশ আধিকারিক কাস্যব রাই।

ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!