এবার শিলিগুড়ির প্রধানমন্ত্রীর সভাতেও ব্যাবহার করা হচ্ছে হ্যাঙ্গার টেন্ট

স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৮ই মার্চ, ২০২১: আজ বাদে কাল শিলিগুড়িতে ফের আসতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। উদ্দেশ্য, শিলিগুড়ি এবং শিলিগুড়ি পার্শবর্তী এলাকায় নির্বাচনী প্রচার। শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় বিশাল মাঠে এই নির্বাচনী জনসভাতে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে কাজ চলছে জোরকদমে। ঠিক ২ বছর আগে অর্থাৎ ৩রা এপ্রিল ২০১৯ সালে এই জায়গায় লোকসভা নির্বাচনের প্রচারে ভাষণ দিয়েছিলেন তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তবে সেবারের থেকে এবারের প্রস্তুতি হচ্ছে ভিন্ন ভাবে। ব্যাবহার করা হচ্ছে হ্যাঙ্গার নন এসি ২টো টেন্ট। এর একটি টেন্টে প্রধান মঞ্চ তৈরি করা হচ্ছে যেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। যদিও কারা থাকবেন সেই ব্যাপারে এখনো জানা যায়নি বিজেপির তরফ থেকে। আজ রাজ্য বিজেপির সাধারন সম্পাদক শ্রী সায়ন্তন বসু কাজ দেখার জন্য যান। কাজ দেখে তিনি জানান যে তারা ৪ লক্ষ মানুষ আসার অনুমান করছেন। তবে তিনি কাজের ধীর গতি দেখে কিছুটা বিরক্ত। তিনি আরও অভিযোগ করেন যে স্থানীয় তৃনমূলের থেকে ডেকোরেটর দের ভয় দেখানো এবং কাজে বাধাদান হচ্ছে এমন খবর তাঁদের কাছে আছে। তবে তিনি আশাবাদী যে সব কিছু ঠিক ঠাক ভাবেই সম্পন্ন হবে। একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রীর হেলিকপটর এবং আরো দুটি হেলিকপটর নামার সম্ভাবনা আছে। সব মিলিয়ে এক সাজো সাজো ব্যাপার দেখা দিয়েছে এই তুলনামূলকভাবে শান্ত মাঠে।

ছবি: সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!