স্মৃতি ইরানির বাংলা ভাষণে উজ্জীবিত ফালাকাটা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জটেশ্বর, ৭ই মার্চ, ২০২১: আজ ফালাকাটায় বিজেপি সমর্থকদের মধ্যে এক সাজো সাজো রব ছিল সকাল থেকেই। এর কারণ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী শ্রীমতী স্মৃতি ইরানির শহরে পদার্পণ এবং জটেশ্বরের গরুহাটি ময়দানে তার ভাষণ। এর থেকেও অনেকের আশা ছিল যে তিনি এখানে যেন বাংলায় ভাষণ দেন। স্মৃতিজির ফালাকাটায় মূল উদ্দ্যেশ্য ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শ্রী দীপক বর্মণের সমর্থনে প্রচার এবং জনসভা করা। MD900 টুইন ইঞ্জিন লাইট ইউটিলিটি হেলিকপ্টরে করে ফালাকাটার সাময়িক হেলিপ্যাডে যখন নামলেন তখন মাঠ কানায় কানায় ভরা। এই জনসভায় যোগ দিয়ে যখন ভাষণ শুরু করলেন আশাহত করলেন না ফালাকাটাবাসীদের। সম্পূর্ণ ভাষণ একেবারে বাংলায় দিলেন। এলাকায় ঢালাও উন্নয়নের বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী শ্রীমতী স্মৃতি ইরানি। জটেশ্বরের এই গরুহাটি ময়দানে এই রাজনৈতিক সমাবেশে ভাষণ দিতে গিয়ে শ্রীমতী স্মৃতি ইরানি দাবি করেন যে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সব থেকে বেশি গুরুত্ব পাবে মহিলাদের সার্বিক উন্নয়ন ও নারী সুরক্ষা। এছাড়াও বিজেপির নতুন সরকার ফালাকাটাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে শহরে একটি আধুনিক মানের বাস টার্মিনাস গড়বে। বিধানসভা কেন্দ্রের প্রতিটি নদীর উপর পাকা সেতু নির্মাণেরও ঢালাও প্রতিশ্রুতি ছিল স্মৃতিজির গলায়। শ্রীমতী স্মৃতি ইরানির ওই জনসভায় উপস্থিত ছিলেন ফালাকাটার দলীয় প্রার্থী শ্রী দীপক বর্মণ সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। শ্রীমতী স্মৃতি ইরানির বাংলায় ভাষণ শুনে উজ্জীবিত হয় বিজেপি কর্মীরা এবং ফালাকাবাসীরাও। এবার দেখার বিষয় ভোট যন্ত্রে কতখানি এর প্রভাব পরে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)