ফালাকাটায় বাচ্চাদের খেলার মাঠ অবৈধ ভাবে দখল করছে অসাধু ব্যাবসায়ীরা
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২০শে মার্চ ২০১৮: ফালাকাটার সুভাষ কলোনির খেলার মাঠটি এখন কিছু অসাধু ব্যাবসায়ীদের দখলে। ফালাকাটার সুভাষ কলোনির খেলার মাঠটি দখল করে বালি, বজরি, পাথর জমিয়ে রেখে শুরু করেছে অবৈধ ব্যাবসা। এর ফলে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখানেই রয়েছে ফালাকাটার সুভাষ কলোনি অঙ্গনওয়ারী কেন্দ্র, ফালাকাটা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের শিশু আলয় কেন্দ্র নম্বর ৩। এই কেণ্দের শিশুরা এখানে সঠিক ভাবে শিক্ষা গ্রহন ও খেলাধুলা করতে পারেনা এর ফলে। এই মাঠে বালি, বজরি, পাথর উঠা নামার জন্য সবসময় গাড়ি ঢোকে এই মঠে এর ফলে মাঝে মধ্যে এই কেন্দ্রের শিশুরা দুর্ঘটনার কবলেও পরে। এবিষয়ে এই পারার গ্রাম পঞ্চায়েত শ্রী বিকাশ কুণ্ডুর সাথে যোগাযোগ করলে তার দেখা পাওযা যায়নি। এবিষয়ে ফালাকাটার বিডিও শ্রীমতী স্মৃতা সূব্বা বলেন, বিষয়টি আমি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবো। কি কারণে এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েত কোন পদক্ষেপ নিলনা সেটাও দেখবো। দোষীদের প্রতি আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)