ফালাকাটায় যানজট রুখতে এবার সড়কে বসছে স্প্রিং পোষ্ট

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২২শে মে, ২০১৮: যানজট ও দুর্ঘটনা যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে ফালাকাটার প্রধান সড়কের উপর। ডুয়ার্সে ব্যাস্ততম ও গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছে ফালাকাটা। ফালাকাটায় দুর্ঘটনা কমাবার উদ্যেশ্যে আলিপুরদুয়ার জেলা পুলিশের প্রয়াসে ও ফালাকাটা পুলিশের ফালাকাটা ট্রাফিক গার্ড এর উদ্যোগে ফালাকাটার গুরুত্বপূর্ণ রাস্তার মোড় গুলিতে বসানো হলো স্প্রিং পোষ্ট। ফালাকাটার নেতাজী রোড, মাদারি রোড, মিল রোড, পুরাতন চৌপতির মোড় প্রভৃতি স্থানে বসানো হলো এই স্প্রিং পোষ্ট। স্প্রিং পোষ্ট গুলি রাস্তার মাঝ বরাবর বসিয়ে দুটি লেনে বিভক্ত করেছে এগুলি, এর ফলে রাস্তাগুলী ওয়ান ওয়ে হয়ে উঠেছে একটি যাবার ও একটি আসার। এগুলো রাতের অন্ধকারে গাড়ির লাইটের আলোতে জলজল করবে এবং এই স্প্রিং পোষ্ট গুলিতে ধাক্কা লাগলে ভেঙ্গে যাবে না সরে গিয়ে পুনরায় পূর্বের অবস্থানে ফিরে আসবে। এর ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে জানান, ফালাকাটা পুলিশের ফালাকাটা ট্রাফিক গার্ড এসআই অশোক বণিক।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!