প্রিসাইডিং অফিসারের মৃত্যুর প্রতিবাদে এবার ময়নাগুরিতেও মৌন প্রতিবাদ

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ময়নাগুরি, ২২শে মে, ২০১৮: মঙ্গলবার শিক্ষক রাজকুমার রায়ের হত্যার প্রতিবাদে এদিন ময়নাগুড়িতে মৌনমিছিল করলো ভোটকর্মীরা। এই দিন বিকেলে মিছিলটি গোটা ময়নাগুড়ি মুখে কালো কাপরে ঢেকে পরিক্রমা করে। এরপর মিছিলটি শেষে নিরাবতা পালন এবং ময়নাগুড়ি ট্রাফিক মোড় সংলগ্ন স্থানে মোমবাতি ধরানো হয়। মিছিলে অংশগ্রহণকারী একজন জানান বিগত দিনে ভোট কর্মীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ভোট কর্মীরা এখন প্রচন্ডভাবে আতঙ্কিত। রাজকুমার দাসের মৃত্যুর সিবিআই তদন্তের ও দাবি জানানো হয় এই মিছিলে। এই দিনের মিছিলে প্রচুর ভোট কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে শিলিগুড়ি মহকুমার শ্রী রাজকুমার রায় উত্তর দিনাজপুরে ভোটকর্মী (প্রিসাইডিং অফিসার) হিসেবে ভোটের ডিউটি করতে গিয়ে উত্তর দিনাজপুরে রহস্যজনক ভাবে মারা গিয়েছিলেন। তারই মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে এই দিনের মৌনমিছিল।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!