কুচবিহারে বাম প্রার্থীদের মনোনয়ন তুলতে না দিলে ডি.এম অফিসে ধরনাঃ তারিনি রায়
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৩রা এপ্রিল, ২০১৮: বুধবার বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়ন তুলতে বাধা দেওয়া হলে জেলা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভের হুমকি দিলেন, জেলায় বামফ্রন্টের আহ্বায়ক শ্রী তারিনী রায়। মঙ্গলবার কুচবিহারে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়ন তুলতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কর্মীদের পাশাপাশি জেলা প্রশাসনের একটি অংশ তৃণমূল কংগ্রেস কর্মীর মত আচরণ করছে বলে তার অভিযোগ। এখনো পর্যন্ত জেলার কোথাও মনোনয়ন পত্র তুলতে পারেনি বামফ্রন্টের প্রার্থীরা। বুধবার বাম প্রার্থীদের মনোনয়ন পত্র তুলতে বাধা দেওয়া হলে জেলা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভে বসার হুমকি দেন তিনি ।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)
Facebook Comments