ওভারলোডেড বাংলাদেশী ট্রাকের জন্যে মেখলীগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে আতঙ্ক

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৩রা এপ্রিল, ২০১৮: ভারত বাংলাদেশ বহুমুখী বানিজ্যে কেন্দ্রে মাঝে মধ্যে এই ধরনা ঘটনার ঘটেই চলছে। যদিও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক টানটান ভাব চ্যাংরাবান্ধা বিডিও অফিসে। তারপরও অবাধে এভাবেই বাংলাদেশ থেকে আসা আন্তর্জাতিক সীমানা অতিক্রমকারী কাটাকাপড় এর ট্রাক স্বাভাবিক ভাবেই আতঙ্কে ফেলে দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের। চ্যাংরাবান্ধা ভি.আই.পি মোড় থেকে বাজারের মুল বাস স্ট্যান্ডে গজিয়ে ওঠা দোকানগুলি নতুন করে গজানো দোকানগুলিকে চাল ভাড়া দিয়ে রাস্তাটা সংকুচিত করছে প্রতিনিয়ত। পরবর্তীতে সেই বাস স্ট্যান্ডে এখন আর দশচাকা ট্রাকগুলি ঘুরতে পারে না। ফলে যানজট লেগেই থাকে। এমনটাই অভিযোগ উঠছে বিভিন্ন মহলে। অধিকাংশ ব্যাবসায়ীদের দাবী সার্ক রোর্ডের মত এই রাস্তাটা যদি ফোরলেন রাস্তা করা হয়, তাহলে কোন সমস্যা হবে না ভবিষ্যতে। আজ চ্যাংরাবান্ধা ভি.আই.পি মোড়ের সামানে একটি মাল বোঝাই ট্রাক বিদ্যুৎতের তারের সংস্পর্শের হাত থেকে বেচে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এ বিষয় মেখলিগঞ্জ পুলিশ প্রশাসন এর তরফ থেকে জানা যায় সেখানে এক জন মাত্র ট্রাফিক ছিল, তিনি একাই প্রতিদিনের ট্রাফিক সামলাতে সামলাতে বেশামাল হয়ে যান। অনেকের দাবী নির্বাচন পর্যন্ত প্রতিদিন যাতে পর্যাপ্ত ট্রাফিক থাকে এবং নিয়ন্ত্রণ গতিবিধি বজায় থাকে। এ বিষয় মেখলিগঞ্জ পুলিশ অগ্রণী ভুমিকা পালন করছেন বলে মেখলিগঞ্জ পুলিশ সুত্রে খবর, এবং যাতে অধিক পরিমান মাল নিয়ে ট্রাক না চলে এর জন্যে ব্যবসায়ী মহলের সঙ্গেও কথা বলবেন বলে জানা যায়।

ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!