জলপাইগুড়ি ক্রিকেট লীগে দাদাভাই ২৩৬ রানে কালচারাল ক্লাবকে হারিয়ে সুপার সিক্সে
প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ২৯শে ডিসেম্বর, ২০১৮: জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ ক্রিকেট লীগের খেলায় আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল জলপাইগুড়ি দাদাভাই ক্লাব এবং জলপাইগুড়ি ইয়ং কালচারাল ক্লাব। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি দাদাভাই ক্লাব। সেই মোতাবেক জলপাইগুড়ি দাদাভাই ক্লাব ব্যাট করে ৪০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৯৭ রান করে। জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের হয়ে উল্লেখযোগ্য রান করে শুভম রাউথ (৬৭) এবং শোয়েব আক্রম শাহ (৪৬), সন্দীপন ব্যানার্জি (৩৪) এবং সৌভিক দাস (৩১)। জলপাইগুড়ি ইয়ং কালচারাল ক্লাবের হয়ে ভাল বল করে রাজদীপ সরকার এবং রাজদীপ রাউথ। তারা টিমের হয়ে ২টি করে উইকেট দখল করে। এরপর ২৯৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে জলপাইগুড়ি ইয়ং কালচারাল ক্লাব। তারা ২২ ওভারেই সব উইকেট হাড়িয়ে মাত্র ৬১ রান করতে সক্ষম হয়। জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের হয়ে ৪টি করে উইকেট দখল করে সাগর থাপা এবং মহঃ নৌসাধ। যথারীতি আজ জলপাইগুড়ি দাদাভাই ক্লাব ২৩৬ রানে আজকের খেলায় জয়লাভ করে। এই জয়ের ফলে জলপাইগুড়ি দাদাভাই ক্লাব লীগের সুপার সিক্সে জায়গা পাকা করে ফেলল।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)