ইসলামপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হলো

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৫শে জানুয়ারি, ২০১৯: শুক্রবার ইসলামপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হলো। তবে দিবস পালনের মঞ্চ থেকেই ভোটদানের অধিকারের দাবীতে ভোটারদের সরব হতে দেখা যায়। জানা গিয়েছে, এদিন ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ থেকে একটি শোভাযাত্রা মহকুমা শাসকের করণে এসে পৌঁছায়। ইসলামপুরের নির্বাচন দপ্তরের সামনে এবছর প্রথম আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদানকারী ভোটারদের ইপিক কার্ড প্রদান করেন ইসলামপুরের মহকুমা শাসক মনীশ মিশ্র, সমষ্টি উন্নয়ন আধিকারিক শতদল দত্ত সহ অন্যান্যরাও। এছাড়াও ইসলামপুর মহকুমার পাঁচটি ব্লকের সেরা বুথ লেভেল অফিসারদের ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। ইসলামপুর ব্লকের বুথ লেবেল অফিসার পিনাকী দেবনাথকে ট্রফি দিয়ে সম্মানিত করেন মহকুমা শাসক মনীশ মিশ্র। প্রথমবার ভোট দেবার অধিকার পেয়ে খুবই খুশি নতুন ভোটাররা সমস্ত দেশবাসীকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে অনুরোধ জানান। এদিনের জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রশ্ন মঞ্চ, পথ নাটিকা, গান, আবৃত্তি পরিবেশন করেন লোকশিল্পীরা।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!