লোকসভা ভোটের আগে ফালাকাটায় নির্মাণকর্মীদের মুজুরি বৃদ্ধির সিদ্ধান্তে আই.এন.টি.টি.ইউ.সি
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৫শে জানুয়ারি, ২০১৯: ফালাকাটার নির্মাণ কর্মীদের সন্মেলন ও বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো ফালাকাটা ব্লক আই.এন.টি.টি.ইউ.সি অফিস প্রাঙ্গণে। এই সভায় উপস্তিত ছিলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মাদক্ষ সন্তোষ বর্মণ, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সদস্য রতন সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ রণেশ তালুকদার, ফালাকাটা ব্লক আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি অশোক সাহা প্রমুখ। ফালাকাটার রাজনৈতিক মহল মনে করছে যে আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই অনুষ্ঠিত হয় আজকের সভা। এখনে নির্মাণ কর্মীদের বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে আগামী মাসের ১লা ফেব্রুয়ারি ২০১৯ থেকে নির্মাণ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা ও নির্মাণ মিস্ত্রিদের দৈনিক মজুরি ৪০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। যে সকল নির্মাণ কর্মীরা স্কোয়ার ফিট হিসাবে বিভিন্ন ধরনের কাজ করেন তাদেরও সেই রেট বাড়ানো হয়েছে। এছাড়াও সকলের জন্য সরকারের সাস্পাও যোজনা সমন্ধে আলোচনা হয়। সবার শেষে সর্বসম্মতিক্রমে ২৯ জনের নতুন কমিটি গঠিত হয়। এদের মধ্যে সভাপতি শ্রী অমর বিশ্বাস, সম্পাদক আজাদ আলী ও ক্যাসিয়ার শ্রী অজিত চক্রবর্তী প্রমুখরা মনোনীত হয়েছেন। এবার দেখার বিষয় এটাই যে আগামী লোকসভা নির্বাচনে নির্মাণ কর্মীরা এই মুজুরি বৃদ্ধির ঘোষণার জন্যে শাসক দলের জন্যে কি ভুমিকা পালন করে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)