উন্নয়নের এক গুচ্ছ আশ্বাসে পঞ্চায়েতের বাম সদস্য যোগ দিল তৃনমূলে

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৫শে সেপ্টেম্বর, ২০১৮: আলিপুরদুয়ার জেলার মধ্যে পঞ্চায়েত সমিতির একমাত্র সিপিআই (এম) এর নির্বাচিত সদস্য সগেন্দ্র নাথ রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তার সঙ্গে আর দুই শতাধিক সিপিআই (এম) এর কর্মী সমর্থক ও যোগদান করেন। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির একমাত্র সিপিআই (এম) এর নির্বাচিত সদস্য সগেন্দ্র নাথ রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের নীতি ও আদর্শ, জনমুখী উন্নয়ন মূলক পরিকল্পনায় অনুপ্রাণিত হয়েই আনার তৃণমূলে যোগদান। ফালাকাটা ব্লকের ধোনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফালাকাটা পঞ্চায়েত সমিতির ৪ নম্বর অংশ থেকে সিপিআই (এম) এর টিকিটে নির্বাচিত হন। এর আগে তিনি ও ওনার স্ত্রী সিপিআই (এম) এর টিকিটে নির্বাচিত হয়ে ছিলেন সগেন্দ্র বাবু। সগেন্দ্র বাবু বলেন তার এলাকায় কিছু সমস্যা আছে সেগুলি আজ পর্যন্ত সমাধান হয়নি, কিন্তু বিধায়ক কথা দিয়েছেন এলাকার সকল সমস্যার সমাধান হবে। সমস্যাগুলি হলো, গ্রামে হাসপাতাল গড়ার জন্য জনৈক সহৃদয় ব্যাক্তি গ্রামে হাসপাতাল গড়ার জন্য জমি দিয়ে ছিলেন বহু বছর আগে সেই জমিতে হসপিটাল নির্মাণ, সাধুর ঘাটে ডুডুয়া নদীতে ব্রিজ নির্মাণ, কৃষকদের জন্য মিনি মার্কেট অথবা কৃষক বাজার তার জন্য জমি রয়েছে, কৃষকদের ও মৎস্যজীবীদের জন্য নদীতে বাঁধ নির্মাণ করে সেচের ব্যাবস্থা করা। আশা করছি দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে। এই ব্যাপারে বিধায়ক আশ্বাস দিয়েছেন। এই প্রসঙ্গে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনিল অধিকারী বলেন, আমাদের ফালাকাটা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়েছে। এখন সগেন্দ্র বাবু আমাদের সঙ্গে যোগ হলেন ওনাকে আমাদের দলের সাংগঠনিক মর্যাদা দেব ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। সগেন্দ্র বাবু দাবি প্রসঙ্গে বলছি, ইতিমধ্যেই ডুডুয়া নদীতে ইরীগেসনের মাধ্যমে সেচের জন্য সোলার প্যানেলের প্রস্তাব চলে গেছে শীঘ্রই কাজ শুরু হবে। ইতি মধ্যেই ফালাকাটায় সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে, জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উন্নীত হয়ে ১০ শয্যার জটেশ্বরে হাসপাতাল চালু হবে ও শালকুমার স্বাস্থ্য কেন্দ্র উন্নীত হয়ে ১০ শয্যার হাসপাতাল চালু হবে। আমাদের সরকার সর্বদা জনগণের সাথে আছে।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!