আলিপুরদুয়ারে আফিমের হদিশ প্রশাসনের, নষ্ট করা হল কয়েক লাখ টাকার আফিম

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১২ই মার্চ ২০১৮: সোমবার আলিপুরদুয়ার জেলায় বে-আইনি আফিম (পোস্তা) চাষের বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালালো আলিপুরদুয়ার জেলা পুলিশ ও আলিপুরদুয়ার জেলা আবগারী দপ্তর। জেলার দুটি জায়গায় একই দিনে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার আফিম (পোস্তা) চাষ নষ্ট করল জেলা প্রশাসন ও আবগারী দপ্তর।

আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের অধীনে পশ্চিম শালবাড়ি মৌজায় ১২/৮৩ নং বুথে প্রায় দুই বিঘা জমিতে ও আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়েরপার গ্রাম পঞ্চায়েতের অধীনে দক্ষিণ ছেংগাপারায় প্রায় এক বিঘা জমিতে আফিম (পোস্তা) চাষ নষ্ট করল জেলা প্রশাসন। দপ্তর সূত্রে জানানো হয়েছে জেলায় এধরনের বে-আইনি আফিম (পোস্তা) চাষের বিরুদ্ধে আরও অভিযান চালালো হবে।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!