ফালাকাটায় রেললাইনে কাটা পড়ে প্রাণ হারাল যুবক
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৩রা এপ্রিল, ২০১৮: আজ ফালাকাটায় এক মর্মান্তিক দুর্ঘটনায় রেললাইনে কাটা পড়ে প্রাণ হারাল যুবক। ঘটনাটি ঘটেছে ফালাকাটা স্টেশনে। এই দিন সকালে মদ্যপ অবস্থায় অসাবধান ভাবে রেল লাইন পার করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল এক যুবকের। মঙ্গলবার সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ফালাকাটা স্টেশনে। মৃত যুবকের নাম উত্তম প্রসাদ (২৯)। বাড়ি ফালাকাটার রবীন্দ্রনগরের মাদারীরোড এলাকার বাসিন্দা ছিলেন। উত্তম প্রসাদ পেশায় গ্রিল মিস্ত্রি ছিলেন। বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছেন তাঁরা শোকাহত। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে ওই যুবক একটি দাঁড়ানো মালগাড়ীর নিচ দিয়ে তাড়াহুড়ো করে লাইন পার করার সময় আচমকাই নিউ জলপাইগুড়িগামী বামনহাট ডিএমইউর সামনে পড়ে যান। মূহুর্তেই রেলের ধাক্কায় ছিটকে পড়েন রেল লাইনের মাঝে। এলাকাবাসীদের অভিযোগ গুরুতর জখম অবস্থায় ওই যুবক প্রায় এক ঘন্টা রেল লাইনে পড়ে থাকলেও কোন ব্যাবস্থাই গ্রহন করেনি জিআরপি ও রেল দফতর। যদিও ওই অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি জিআরপি ও রেল দফতর কর্তৃপক্ষ। রেলের তরফে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ছবিঃ অরুণাংশু মৈত্র (টি.এন.আই)