ডুয়ার্সে খুলে গেল হিলা চা – বাগান। কাজ ফিরে পেল ৭৭৯ জন চা – শ্রমিক

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই নাগরাকাটা ৫ই মার্চ ২০১৮: সোমবার থেকে খুলে গেল মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের হিলা চা বাগান। কাজ ফিরে পেল চা-বাগানের ৭৭৯ জন চা – শ্রমিক। স্বাভাবিক ভাবেই খুশী চা – শ্রমিক ও তাদের পরিবার। উল্লেখ্য, গত ৭ই জানুয়ারি শ্রমিক অসন্তোষের জেরে  বন্ধ  হয়ে গিয়েছিল হিলা চা – বাগানটি। এরপর চা – বাগান খুলতে বেশ কয়েকটি ত্রিপাক্ষিক ব্যার্থ হয়। পুনরায় গত সপ্তাহে ডিএলসিতে ত্রিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হয়। ঠিক হয় ৫ই মার্চ থেকে  চা – বাগানে পুনরায় কাজ শুরু হবে। চা বাগানের শ্রমিক রমেশ ওড়াও, বিনিতা এক্কারা জানিয়েছেন,“গত ৭ই জানিয়ারি সকালে কাজে যোগ দিতে এসে দেখি চা – বাগান বন্ধ হয়ে গেছে। চরম বিপদ নেমে আসে চা-শ্রমিক পরিবারগুলিতে। কি খাব? কি ভাবে ছেলে মেয়েদের পড়াশুনা করাব ভেবেই পাচ্ছিলাম না। বাধ্য হয়ে ভুটান এলাকায় গিয়ে সপ্তাহে তিন দিন কাজ করতাম। পাশাপাশি বাগানটি খুলতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে সরকার আমাদের দিকে দেখেছে। আজ খুলে গেল এই চা – বাগান।” অন্যদিকে চা-বাগানের শ্রমিক হিরালাল ওড়াও, মুন্নি ওড়াওদের বক্তব্য “আমরা সবাই খুশি।সকাল থেকে চাবাগান পরিস্কারের কাজ চলছে।তবে আজ সব শ্রমিক কাজে আসেনি। কারন বাগান এলাকায় এখনও হোলি চলছে। মঙ্গলবার থেকে সমস্ত শ্রমিক কাজে যোগ দেবে।” বাগান কতৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা এখন থেকে বাগানে কাজ করব। পাশাপাশি বাগান কতৃপক্ষো শ্রমিকদের সাথে নিয়েই কাজ করবে বলে জানিয়েছেন, বাগানের কর্মী সুভাষ বোষ।

ছবিঃ সুপ্রিয় বসাক  (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!