গেরুয়া ঝরের একদিন পর ত্রিপুরায় মাঝ রাস্তায় ভাঙা হল লেনিনের মূর্তি (ভিডিও)

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টী.এন.আই আগরতলা ৫ই মার্চ ২০১৮: গতকাল ত্রিপুরায় বাম জমানার ইতির পর দেখা গেল ভাবি মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেবের সৌজন্যেবোধ। আজ রাজ্যে তার উল্টো চিত্র। আজ দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে লেনিনের মূর্তি। ঠিক যেমন চিত্র দেখা গিয়েছিল ইউক্রেনে বাম জমানার ইতির পরে লেনিনের মূর্তি ভাঙার দৃশ্য, এই ভিডিওয় দেখা গেছে প্রায় একই রকম ভাবে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে লেনিনের মূর্তি।

স্থানীয় সূত্রের অভিযোগ, বুলডোজার চালককে মদ্যপান করিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন কিছু রাজনৈতিক কর্মীরা। ওই চালককে গ্রেফতার করেছে পুলিস।

ঘটনার পর সিপিএম টুইট করেছে, ‘এই গণতন্ত্রের কথাই কী বড়াই করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’। এর আগে অবশ্য ত্রিপুরা জয়ের ঠিক পরে পড়েই বিজেপি জানিয়েছিল, আগরতলা ও সংলগ্ন এলাকায় কার্ল মার্ক্স ও লেনিনের নামে যে সমস্ত রাস্তা রয়েছে, সেগুলির নামবদল করে দেশের স্বাধীনতা সংগ্রামীদের নামে নামকরণ করা হবে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!