গোটা রাজ্যে ন্যায় কুচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে পালিত হলো তৃনমূলের প্রতিষ্ঠা দিবস
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ১লা জানুয়ারি ২০১৮: গোটা রাজ্যে ন্যায় কুচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ ব্লকের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা আনুষ্ঠানিক ভাবে দিনটিকে পালন করেন৷ মেখলিগঞ্জের ভোটবারি, চৌরঙ্গি, পানিশালা বিভিন্ন জায়গাতে আনুষ্ঠানিক ভাবে পালিত হল তৃনমল কংগ্রস দলের প্রতিষ্ঠা দিবস। মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গিতে শ্রী উদয় রায়ের নেতৃত্বে প্রায় হাজারের অধিক লোকের বেশী উপস্থিতিতে মিছিল এক সমবেত সমাবেশ করা হয়৷ এই মিছিল দলীয় কর্মীদের মনোবলকে উজ্জীবিত করার জন্য বিশেষ গুরূত্ব দেন শ্রী উদয় বাবু৷ এদিকে ভোটবারি জালিয়াটারি মোরে মোসলেম আলী ও শ্রী মৃতুঞ্জয় রায়ের নেতৃত্বে সারাদিন ধরে মমতা ব্যানার্জী কে নিয়ে ভিন্নস্বাদের গান, দলীয় গান এবং সবার শেষে এক মহামিছিল বের করেন। মিছিলে বেশ কিছু পুরানো কর্মিদেরকেও যোগদান করতে দেখা যায়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভোটবারিতে চলে দলীয় আলোচনা সভা। সভায় আলোচনা করেন ভোটবারি অঞ্চল তৃনমুল কংগ্রেস সভাপতি মৃত্যূঞ্জয় রায়৷ তিনি মমতা ব্যানার্জীর এক ঝাক উন্নয়নের কথা তুলে ধরেন। যুবশ্রী, কন্যাশ্রী, শিল্পিভাতা, বেকারভাতা থেকে শুরু করে বাংলার উন্নয়নের ইতিহাস তুলে ধরেন। ভোটবারিতে তৃনমুলের। এদিন অঞ্চল সভাপতি শ্রী মৃতুঞ্জয় রায় জানান আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক তৃনমুল কর্মিদের সজাগ থাকার অনুরোধ জানান। অন্য দিকে, ব্লক সভাপতি পদ এখনও এই ব্লকে ঘোষিত হয়নি৷ বিশেষজ্ঞ মহলের ধারণা ব্লক সভাপতি পদ খালি থাকলেও নিজের পায়ের মাটি পরিষ্কার করে মাঠে নামছে তৃণমূল৷ তবে বিশেষ সূত্রে জানা যায় অবিলম্বে মেখলিগঞ্জের তৃণমূল শিবিরে ব্লক সভাপতি ও বাকি কমিটির নাম ঘোষনা করবে নবান্ন৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)