ইসলামপুর ব্লকে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর, ১লা জানুয়ারি ২০১৮: ইসলামপুর ব্লকে সাড়ম্বরে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ইসলামপুরের বিধায়ক শ্রী কানাইলাল আগরওয়াল জানান, এদিন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এই বিশেষ দিনটিতে রোগীদের ফল বিতরণ করা হয়। পাশাপাশি ইসলামপুর ব্লকের সমস্ত বুথে এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। রামগঞ্জের স্বাস্থ্য কেন্দ্রেও একই রকম ভাবে ফল বিতরণ করা হয়।স্থানীয় কাঁচনা ময়দানে একটি স্ট্রিট কর্ণারও করা হয় এদিন।মাটিকুন্ডাতে এই বিষয়ে একটি শোভাযাত্রাও করা হয়।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)
Facebook Comments