বর্ষবরনের দিন হারানো শিশুকে সোশাল মিডিয়ার মাধ্যমে ফিরে পেল দম্পত্তি

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর, ১লা জানুয়ারি ২০১৮: নতুন বছরের শুরুতেই ফেসবুকের হাত ধরে হারিয়ে যাওয়া দুই বছরের একরত্তি শিশুকে কয়েক ঘন্টার মধ্যে ফেরত পেলেন মা। এটি কোনও শহরের ঘটনা নয়। ঘটনা চা বাগানে ঘেরা ইসলামপুর থানা এলাকার রামগঞ্জ পুলিশ ফাড়ি এলাকার ভক্তি গ্রামের। জানা গেছে দার্জিলিং জেলার ফাসিদেওয়া অঞ্চলের রসা বেগম রবিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার ভক্তিগ্রামে বোনের বাড়িতে ঘুরতে আসেন। সোমবার সকালে আচমকাই দেখা যায় ওই মহিলার দুই বছরের শিশুকণ্যা নাহেদা নিখোজ । রসা বেগম প্রথমে ভেবেছিলেন বোনের সাথে গেছে নাহেদা, কিন্তু বোন দিলজান কিছু সময় পরে ফিরে আসলে নাহেদার খোঁজ শুরু হয়। শিশু হারিয়ে যাবার খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বেলা এগারোটা নাগাদ রসার এক আত্মীয় ফেসবুকে লক্ষ্য করেন স্থানীয় ‘রামগঞ্জ আলো ওয়েল ফেয়ার সোশাইটি’ র ফেসবুক পেজে একটি বাচ্চা চা বাগান থেকে উদ্ধার হয়েছে বলে পোষ্ট হয়। রামগঞ্জ থানায় যোগাযোগ করতেও বলা ছিল ওই পোষ্টে। সবাই ছুটে গিয়ে দেখেন নাহেদা সুরক্ষিত আছে রামগঞ্জ পুলিশ ফাড়িতে। জানা যায় শিশু কন্যাটি কোনোভাবে দিলজানদের বাড়ি লাগোয়া চা বাগানের ভেতরে চলে যায় খেলতে খেলতে। তারপর চা বাগানের ভেতর হারিয়ে যায়। বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দুরের বাগানের শ্রমিকরা একটি বাচ্চার কান্না শুনতে পেয়ে শিশু কণ্যাটিকে উদ্ধার করে ওই সেচ্ছাসেবী সংস্থার কর্মীদের খবর দেন। আর সেই স্বেচ্ছাসেবী সংস্থার ফেসবুক পোষ্ট দেখে নাহেদা বাড়ি ফিরলো ।আলো ওয়েল ফেয়ার সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম জানান,সোসাল মিডিয়াও যে এভাবে কাজে লাগতে পারে তা অভাবনীয়।বছরের প্রথম দিন যেন এটা এক অনন্য প্রাপ্তি।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!