বর্ষবরনের প্রথমদিনে নতুন পর্যটন কেন্দ্র পেল মালবাজারের সাধারন মানুষ
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মালবাজার, ১লা জানুয়ারি ২০১৮: বর্ষবরনের প্রথম দিনে নতুন পর্যটন কেন্দ্র পেল সাধারন মানুষ। এককথায় রাজ্য পর্যটন আরো একটি পালক জুড়ল জলপাইগুড়ি জেলার টিলাবাড়ি ওয়াইল্ড লাইফ ট্যুরিজম সেন্টার। পর্যটন দপ্তরের পক্ষ থেকে তৈরী গরুমারা বন্যপ্রাণী পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হল সোমবার থেকে পর্যটকদের জন্য। সোমবার মেটেলি ব্লকের টিলাবাড়িতে গরুমারা ওয়াইল্ড লাইফ ট্যুরিজম সেন্টারের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। গরুমারা জাতীয় উদ্যানে বেড়াতে আসা পর্যটকদের বন্যপ্রাণী, স্থানীয় গাছ গাছরা সহ বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে এবং গরুমারা ওয়াইল্ড লাইফ ট্যুরিজম সেন্টার থেকে বিভিন্ন বন্যপ্রাণীর মডেল দেখতে পারবেন।পাশাপাশি বিস্তারিত তথ্য ডিজিটাল কিয়স্কের মাধ্যমে পেয়ে যাবেন। পর্যটন ব্যবসায়ীদের কথায় অনেক সময় পর্যটকরা ডুয়ার্সে বেড়াতে এসে বন্যপ্রাণী সহ স্থানীয় জনজাতি সম্পর্কে তেমন কোন তথ্য নিয়ে যেতে পারেন না। এই সেন্টার থেকে পর্যটকরা বিভিন্ন বন্যপ্রাণী সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন। কোন বন্যপ্রাণী কেমন দেখতে তাও ডিজিটাল কিয়স্ক ও মডেলের মাধ্যমে দেখতে পাবেন। এছাড়া সেন্টারের পর্যটকদের জন্য শিরিষ গাছের, অর্জুন, হরতকি, কনকচূড়া, সজনে, ফুল, চিলৌনি, গামার, সেগুন, বহেরা, চাঁপা, কদম্ব, শাল, শিরিষ ফুল কেমন হয় তাও ফুটিয়ে তোলা হয়েছে। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের টিলাবাড়িতে পর্যটন দপ্তরের কটেজ আগেই খুলে দেওয়া হলেও এবার গরুমারা ওয়াল্ড লাইফ ট্যুরিজম সেন্টারের উদ্বোধন হল। পর্যটন দপ্তরের জেলারেল ম্যানেজার হীরক মন্ডল বলেন ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে হায়দ্রাবাদের সংস্থাকে দিয়ে বিশ্বমানের এই সেন্টার তৈরী করা হয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)