হাতি হানার ভয়ে আতঙ্কে কাটছে ফালাকাটা ব্লকের দেওগাওঁয়ে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১লা জানুয়ারি ২০১৮: ফালাকাটা ব্লকের দক্ষিণ খয়েরবাড়ি ফরেষ্ট ঘেঁষা গ্রাম দেওগাঁও। এই গ্রামের গ্রামবাসিরা প্রায় সকলেই প্রতিদিনই আতঙ্কে দিন যাপন করছেন, কখন হাতি এসে তাদের উপর অত্যাচার শুরু করে। বেশ কয়েকদিন ধরেই এই গ্রামে তাণ্ডব চালাচ্ছে হাতি। রবিবার রাতে হাতি এসে ঘরে মজুত রাখা ১৮ মন ধান নষ্ট করে সঙ্গে ভাঙ্গে ঘরও। এই ঘর সহ ঘরে মজুত রাখা ১৮ মোন ধান নষ্ট করে ভুগদু মুর্মুর। ভুগদু মুর্মু জানান, বেশ কয়েক দিনে ধরেই গ্রমে হাতির ডুকে পরে নষ্ট করছে জমির ফসল ঘর বাড়ি। আমরা বন দপ্তরে জানিয়েছি কিন্তু কোন সুরাহা হয়নি।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!