পথ দুর্ঘটনায় মৃত্যু চা-শ্রমিকের, ক্ষতিপুরনের দাবিতে পথ অবরোধ গজলডোবার রাজ্য সড়কে

সুপ্রিয় বসাক (টী.এন.আই  ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই গজলডোবা ৪ঠা মার্চ ২০১৮: শনিবার রাতে গাড়ির ধাক্কায় চা – শ্রমিকের মৃত্যুর ঘটনায় ওদলাবাড়ি – গজলডোবা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল মৃত চা – শ্রমিকের পরিবার এবং ওদলাবাড়ি চা – বাগানের চা – শ্রমিকেরা। অবরোধকারিদের দাবি মৃতের পরিবার ক্ষতিপুরন না পাওয়া পর্যন্ত পথ অবরোধ চলবে। এদিকে ব্যাস্ততম রাজ্য সড়কটি অবরোধের ফলে দুধারেই প্রচুর গাড়ি আটকে পরে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। জানা গেছে, শনিবার রাতে ওদলাবাড়ি চা – বাগানের শ্রমিক কুমরাজ ওড়াও চা – বাগানের কাজ সেরে সাইকেলে বাড়ি ফেরার সময় চা – বাগান সংলগ্ন জোড়া পুলের কাছে দ্রুতগতিতে আসা একটি গাড়ি কুমরাজকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই শনিবার রাত থেকে গজলডোবা – ওদলাবাড়ি রাস্তা বন্ধ করে দেয় ক্ষুদ্ধ চা – শ্রমিকরা। রাতেই পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং মৃতদেহ নিয়ে যায় মাল পুলিশ। তবে রবিবার সকাল থেকে আবার ওদলাবাড়ি চা-বাগান মোড়ে রাস্তা অবরোধ করে চা-শ্রমিকেরা। তাদের দাবি ঘাতক গাড়িটিকে ধরতে হবে এবং ক্ষতিপুরনের আস্বাস পেলেই পথ অবরোধ তোলা হবে। এদিকে আজ ওদলাবাড়িতে সাপ্তাহিক হাট। দূর-দুরান্ত থেকে বহু ব্যাবসায়ী ওদলাবাড়িতে আসেন। কিন্তু সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় আটকে পরেছে হাটে আসা প্রায় ১৫০-২০০টি গাড়ি। হাটে আসা ব্যাবসায়ীরা জানান, প্রত্যেক গাড়িতেই কাচা সব্জি আছে। এই ভাবে আটকে থাকলে সমস্ত সব্জি নষ্ট হয়ে যাবে। পুলিশ এসে এর সমাধন করুক। প্রায় ৩ ঘন্টা ধরে দুটি রাস্তা বন্ধ থাকার ফলে সমস্যায় সাধারন মানুষ। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!