ত্রিপুরার জয়ে মেখলীগঞ্জে জুড়ে বিজেপির জয় উল্লাস
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৪ঠা মার্চ ২০১৮: ত্রিপুরার বিধানসভা নির্বাচনের গণনা শেষে জয়ের উল্লাস কুচবিহারে। এক তরফা বাম সরকারের অবসান ঘটলো ত্রিপুরার মাটিতে, বাম জমানার সমাপ্তি ঘটলো ত্রিপুরায়। ত্রিপুরা জুড়ে ফুটলো পদ্মফুল আর তার সাথে সাথেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মতো মেখলিগঞ্জেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমর্থকরা। এদিন মেখলিগঞ্জ বিজেপির যুগ্ম সভাপতি শ্রী দধিরাম রায় এবং শ্রী বিশ্বনাথ শহর। মেখলিগঞ্জ বিজেপির দক্ষিণ মন্ডল যুব মোর্চা সভাপতি শ্রী শ্যামল চন্দ্র বর্মনের নেতৃত্বে চলে আবির খেলা, মিষ্টি মুখ করানো এর সাথে একটি মিছিল পরিক্রমা৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)
Facebook Comments