ফালাকাটা আশুতোষ পল্লী ইউনিট ক্লাবের ৪০ তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হল
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১লা জানুয়ারি ২০১৮: ফালাকাটা আশুতোষ পল্লী ইউনিট (সংঘ) এর ৪০ তম বর্ষপূর্তি সাংস্ক্রীতীক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ক্লাব প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, বিশিষ্ট সমাজসেবী শ্রী মৃদুল গোস্বামী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভপতি শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, ফালাকাটা থানার আইসি শ্রী বিনোদ গজমের প্রমুখ। ক্লাব সম্পদক শ্রী বিজু চক্রবর্তী জানান, ‘আমদের ক্লাবের ৪০ তম বর্ষপূর্তি উপলক্ষে নাচ, গান, আবৃতি, অঙ্কন, নাটক প্রভৃতির মাধ্যমে, শিশুদের মনোবল বিকাশের লক্ষে গত দুদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম’। এই উপলক্ষে এলাকার দুস্থ ১০০ টি পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এই সমাজ সেবা মুলক কাজে আমদের সহোজোগীতা করেছে এলাকাবাসী।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)