এবারেও করোনা মোকাবিলায় ফালাকাটায় হেল্পলাইন চালু হল

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৪ই মে, ২০২১: কথায় বলে যার উপর যায় সেই বোঝে তার মর্ম। করোনার প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন ফালাকাটার বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় দাস। তিনি সুস্থ হয়ে ওঠেন কয়েকজন সহৃদয় ব্যাক্তিদের জন্য। এরপর তিনি করোনায় আক্রান্ত ও তার ফলে অসহায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে আসেন। তাদের প্র্তিদিন খাবারের ব্যাবস্থা করেন। এবছরও করোনা আক্রান্তদের জন্য খুলল ফালাকাটা হেল্পলাইন। শ্রী সঞ্জয় দাস ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হওয়ার সুবাদে তার দলের কয়েক জন কে নিয়ে এই  হেলপ্লাইন এর সূচনা করলেন বৃহস্পতিবার। এখান থেকে এদেরকে ফোন করলেই ফালাকাটা ব্লক এর যেকোন প্রান্তে যেকোন সময় তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ওষুধপত্র থেকে শুরু করে খাবার দাবার এর এবং হাসপাতালে যাওয়া আসার ব্যবস্থা সবই তারা করবেন বলে জানিয়েছেন । এই উপলক্ষে শ্রী সঞ্জয় দাস জানান তিনি গতবার করণায় আক্রান্ত আক্রান্ত হয়ে ছিলেন। কারো কোন সমস্যা হলে তারা যেন এই হেল্পলাইনে জানাতে পারেন। তারাই সাহায্য পৌঁছে দেবার ব্যাবস্থা করবেন।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!