জটেস্বরে তেল মিলে এক শ্রমিকের হাত কাটা পড়ল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জটেস্বর, ৬ই মার্চ, ২০২১: মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেস্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ডালিমপুরের একটি বেসরকারি তেল মিলে কাজ করতে গিয়ে পলাশ সরকার (২০) নামে তেল মিলের এক শ্রমিক হাত খোয়ালেন। মালিক পক্ষ ঘটনার সঙ্গে সঙ্গেই মিল বন্ধ করে দিয়ে। জখম শ্রমিককে নিয়ে প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সেখান থেকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা গেছে পলাশ এদিন তেল মিলে কাজ করতে যায় সকাল আটটা নাগাদ। এরপর কিছুক্ষণ পরই ঘটে এই দুর্ঘটনা। জানাগেছে অসতর্ক ভাবে কাজ করার জন্যই এই দুর্ঘটনা। তবে এই তেল মিলের এক শ্রমিক জানায় মিলের ভিতরে শ্রমিকদের নিরাপত্তার কোন ব্যাবস্থা ছিলনা। এবিষয়ে মালিক পক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)