পরীক্ষার ৭২ দিনে প্রকাশিত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পার্ট-৩ পাস এবং অনার্সের ফলাফল

শুভম ঘোষ (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ৩০শে জুন, ২০১৮: প্রকাশিত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই বছরের বে.এ, বি.এস.সি এবং বি.কম পরীক্ষার তৃতীয় বর্ষের পার্ট থ্রি (অনার্স/জেনারেল) এর ফলাফল। আজ এক সাংবাদিক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কন্ট্রোলার অফ এক্সামিনেশনস অধ্যাপক জয়দীপ সেন এই বিষয়ে জানান। উল্লেখ্য, এই বার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পরেও খুব তাড়াতাড়ি অর্থাৎ ৭২ দিনের মধ্যে ফল প্রকাশে সমর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়। এ বছর মোট ৮৯০৮ ছাত্রছাত্রী অনার্স এর পার্ট থ্রি পরীক্ষায় বসেছিল এবং জেনারেলে মোট ২১৮১৬ জন পরীক্ষার্থী বসে ছিল। এর মধ্যে বি.এ পার্ট থ্রি অনার্স’এ পাশের হার ৮১.৭% মহিলা এবং ৭৭.৮% পুরুষ রয়েছে, বি.এস.সি পার্ট থ্রি অনার্স’এ পাশের হার ৮৬.২৫% মহিলা এবং ৭৭.০৪% পুরুষ রয়েছে, বি.কম পার্ট থ্রি অনার্স’এ পাশের হার ৮৮.৬% মহিলা এবং ৭৮.৪৮% পুরুষ রয়েছে। এর মধ্যেও ফার্স্ট ক্লাস এর সংখ্যা যথাক্রমে বি.এ অনার্স পার্ট থ্রি পরীক্ষায় ১১৪ মহিলা এবং ৭০ পুরুষ, বি.এস.সি অনার্স পার্ট থ্রি পরীক্ষায় ৯০ মহিলা এবং ৭১ পুরুষ, বি.কম অনার্স পার্ট থ্রি পরীক্ষায় ৪৪ মহিলা এবং ৪০ পুরুষ। অন্যদিকে, বি.এ/বি.এস.সি/বি.কম পার্ট থ্রি জেনেরেল পরীক্ষার ফলাফলে বি.এ পার্ট থ্রি জেনারেলে পাশের হার ৪৮.৫% মহিলা এবং ৪৬.৭% পুরুষ রয়েছে, বি.এস.সি পার্ট থ্রি জেনারেলে পাশের হার ৮৫.৭% মহিলা এবং ৭০.৩৪% পুরুষ রয়েছে, বি.কম পার্ট থ্রি জেনারেলে পাশের হার ৮২.৪% মহিলা এবং ৭৪.৭৩% পুরুষ রয়েছে। এই সাংবাদিক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nbu.ac.in) এর ‘Result” লিঙ্কে এই ফলাফল ছাত্ররা জেনে নিতে পারবেন।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!