ট্রাকের ধাক্কায় বিদ্যুতহীন ফালাকাটা, সমস্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৫ই এপ্রিল, ২০১৮: ফালাকাটার মেন রোডের একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রথমে ট্রাকটি রাস্তার পাশে ফুটপাথে দাঁড়িয়ে থাকা একটি ফাস্ট ফুডের দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর ট্রাকটি ল্যাম্পপোস্ট ও টেলিফোনের পোস্ট ভেঙে একটি গাছের সঙ্গে গিয়ে আটকে যায়। এর ফলে ফালাকাটায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সারা দিন বিদ্যুত না থাকায় সমস্যায় পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পণ্যবাহী ট্রাকটি আমাদের পাশের রাজ্য আসাম থেকে এসে শিলিগুড়ির অভিমুখে যাচ্ছিল। যাবার পথেই ফালাকাটায় দুর্ঘটনার কবলে পরতে হয়। ওই গাড়ির চালক বলেন গাড়িটির যান্ত্রিক গোলযোগের জন্যই এই দুর্ঘটনায় পড়তে হয়েছে। তবে গাড়িটিকে পরে ফালাকাটা থানায় নিয়ে যায় ফালাকাটা থানার পুলিশ।

ছবিঃ অরুণাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!