ধুপগুড়ির পুরসভায় বিজেপি কাউন্সিলারকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ৫ই ফেব্রুয়ারি ২০১৮: গত শুক্রবার ধুপগুড়ি পুরসভা কার্য্যালয়ে তৃণমূল কাউন্সিলারের দ্বারা বিজেপির কাউন্সিলার তথা পুরসভার বিরোধী দলের নেতা কৃষ্ণদেব রায় হেনস্থার প্রতিবাদ জানিয়ে আজ সকালে ধুওগুড়ি শহর জুড়ে বিজেপি প্রতিবাদ মিছিল করল। ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল ধুপগুড়ি পুরসভা কার্য্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থান করে। ধূপগুড়ি মিলপাড়ায় বিজেপি কার্জালয় থেকে মিছিল করে শহর পরিক্রমা করে ধূপগুড়ি পুরসভা অফিসে পৌছায় বিজেপি কর্মীরা। বিজেপির ধূপগুড়ি টাউন মন্ডল কমিটির সভাপতি শ্রী অলোক পালের নেতৃত্বে দলীয় নেতা কর্মী সহ পুরসভার বিজেপির চার কাউন্সিলার এই মিছিলে পায়ে পা মেলান।

ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিজেপি নেতাদের তরফ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে পুরসভা কতৃপক্ষের কাছে একটি লিখিত দাবীপত্রও পেশ করা হয়। পুরসভার চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান দুজনেই কোলকাতা চলে যাওয়ায় এদিন পুরসভার নির্বাহী আধিকারিক শ্রী অসিত কুমার নায়কের হাতে এই দাবী পত্র দেওয়া হয়। বিজেপি টাউন মন্ডল সভাপতি শ্রী অলোক পাল বলেন, পুরসভার মতো জায়গায় এই প্রকার ঘটনা দুঃখজনক এবং নিন্দনীয় বটে। তাই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ দেখালাম এবং পুরো ঘটনার জন্য যিনি দায়ী তার বিরুদ্ধে পুর কতৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের দাবীও জানানো হয়েছে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বিজেপি কাউন্সিলার তথা পুরসভার বিরোধী দলনেতা শ্রী কৃষ্ণদেব রায়কে মারধর এবং হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের প্রাক্তণ ভাইস চেয়ারম্যান তথা পুরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রী অরুপ দের বিরুদ্ধে। অভিযোগ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আগের পুরবোর্ড যা খরচ করেছে তার হিসেব চাওয়া এবং হাউস ফর অল নিয়ে সঠিক উপভোক্তা ঘর না পাওয়ার কারন জিঞ্জাসাকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটনা ঘটে।

ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!