ইসলামপুরেও এবার ভাগাড় কাণ্ডের আঁচ পুরপ্রধানের অভিযানের নির্দেশ

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ১২ই জুন, ২০১৮: ইসলামপুরে ভাগাড় কাণ্ডের আঁচ, টিকটিকির দেহের তিন টুকরো বিশিষ্ট মমোর সুপ খেয়ে অসুস্থ ১০। ইসলামপুর মহকুমা হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত শহরবাসী। খবর জানতে পেরেই শহরের সমস্ত রেস্তরাঁয় অভিযানের নির্দেশ পুরপ্রধানের। জানা গিয়েছে, ইসলামপুর শহরের হাই স্কুল মোড় এলাকার হিমুল পার্লার থেকে গতকাল সন্ধ্যায় কতিপয় পলিটেকনিক কলেজের পড়ুয়া মমো এবং তাঁর সুপ ওই দোকান থেকে নিয়ে যায়। বাড়িতে গিয়ে খাবার পর টিকটিকির দেহের তিনটি টুকরো মমোর সুপে পাওয়া গেলে অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়া। পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করে বাকি পড়ুয়ারা হিমুল পার্লালের মালিক রণদীপ বিশ্বাসকে টিকটিকির বিষয়ে জানালে তিনি অস্বীকার করেন। এদিকে সেসময় পার্লারে বসে থাকা কয়েকটি পরিবার বিষয়টি জানতে পেরে আতঙ্কে তাঁরাও তাদের সন্তান সহ হাসপাতালে হাজির হন। চিকিৎসকরা ভর্তি হতে বললে তাঁরা যদিও রাজী হননি তবে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাঁরা বাড়ি চলে যান। এদিকে এই ঘটনায় শহর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমি আমাদের খাদ্য বিভাগের বিশেষ টিমকে ওই দোকানের পাশাপাশি শহরের সমস্ত হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানোর নির্দেশ দিয়েছি।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!