কেন্দ্র সরকারের জমি অধিগ্রহণ আইনের বিরোধিতায় উত্তর দিনাজপুরে বিপর্যস্ত সড়ক ও রেল যোগাযোগ

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৮ই জানুয়ারি ২০১৮: ঝাড়খণ্ড দিশম পার্টির ডাকা ভারত বন্ধে উত্তর দিনাজপুরে আটকে পরেছে দূরপাল্লার বহু এক্সপ্রেস ট্রেন। চরম নাকাল যাত্রীরা। স্তব্ধ রেল পরিষেবা।বন্ধ হয়ে আছে অন্যান্য পরিবহনও। কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহন আইনের প্রতিবাদে আজ সারা ভারত সাধারন বন্ধের ডাক দিয়েছে ঝাড়খণ্ড দিশম পার্টি ও আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটি। কেন্দ্রীয় সরকার সংশোধিত ভূমি অধিগ্রহন আইন ২০১৭ অনুযায়ী জমি অধিগ্রহন করতে আর প্রয়োজন হবেনা জমির মালিকের অনুমতি, বহুফসলি জমিও নিয়ে নেওয়া হবে, দাম যা নির্ধারন হবে তাই নিতে হবে, আদালতেও তার কোনও শুনানি হবে না এরই প্রতিবাদে ঝাড়খণ্ড দিশম পার্টিএই বন্ধে ব্যাপক প্রভাব পরেছে উত্তর দিনাজপুরে। জেলার ডালখোলা ঝাড়খণ্ড দিশম পার্টির অবরোধের জেরে আলুয়াবাড়ি, ডালখোলা ও কিশানগঞ্জ স্টেশনে আটকে পরেছে সরাইঘাট এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস। কাটিহার- শিলিগুড়ি ডিওএমইউসহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। এর পাশাপাশি  রায়গঞ্জ- শিলিগুড়ি, মালদাগামী সমস্ত বাস লড়িসহ সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছে বন্ধ সমর্থকেরা। বন্ধ করে দেওয়া হয়েছে ৩৪ ও ৩১ নম্বর জাতীয় সড়ক। ঝাড়খণ্ড দিশম পার্টির ডাকা ভারত বন্ধের জেরে উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন স্টেশনে আটকে পরেছে আলুয়াবাড়ি স্টেশন সড়াইঘাট এক্সপ্রেস, পাঞ্জিপাড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস ও বালুরঘাট ডাউন, গাইসাল স্টেশনে মালদা প্যাসেঞ্জার ডাউন, কিশানগঞ্জ স্টেশনে শতাব্দী আপ, সূর্যকমল স্টেশনে পুরী-কামাক্ষ্যা ডাউন এক্সপ্রেস, তেলতা স্টেশনে লোহিত এক্সপ্রেস, কালিয়াগঞ্জ স্টেশনে রাধিকাপুর ডিওএমইউ। দীর্ঘ সাত ঘন্টা অবরোধ করে রাখার পর প্রশাসনের অনুরোধে রেল ও জাতীয় সড়ক অবরোধ তুলে নেয় ঝাড়খণ্ড দিশম পার্টি। ফলে ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল শুরু হলেও রেললাইন পরীক্ষা করার পর চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ড দিশম পার্টির ডাকা আজকের ভারত বন্ধের জেরে স্তব্ধ হয়ে পরেছিল উত্তর দিনাজপুরের রেল ও সড়ক যোগাযোগ। আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির চাকুলিয়া ব্লক সভাপতি মনোজ মুর্মু বলেন, আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটি ও ঝাড়খণ্ড দিশম পার্টি যৌথভাবে এই কর্মসুচী নিয়েছিল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এদিন কর্মীরা হাজির হয়ে কেন্দ্র সরকারের আদিবাসী জমি অধিগ্রহণ আইন ২০১৭ এর প্রতিবাদে সরব হয়েছে। উত্তর দিনাজপুরের জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, পুলিশ গিয়েছিল অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোলা হয়েছে।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!