কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড ফালাকাটার সাতপুকুরিয়া এলাকা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) | টি.এন.আই সম্পাদনা, শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই ফালাকাটা, ৪ই জুলাই, ২০১8: কয়েক সেকেন্ডের খনিকের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল গ্রাম। গত রাতে ১১.১৫ দিকে ঘটনাটি ঘটেছে ফালাকাটার সাতপুকুরিয়া পাঁচমাইল এলাকা সংলগ্ন ফরেষ্ট পারার পাকুর তলা এলাকায়। ঝড়ে ক্ষতি গ্রস্থ হয়েছে বহু বাড়ি। ছোট বড় মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক গাছ ক্ষতি গ্রস্থ হয়েছে ওই ঝড়ে। ঝড়ের ফলে মঙ্গলবার রাত থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। স্থানীয় বাসিন্দাদেড় দাবি, মঙ্গলবার মধ্যরাতে কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এলাকা। ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার বহু বাড়ি। এর পরেই বুধবার সকালে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটার বিডিও স্মৃতা সূব্বা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সন্ধা বিশ্বাস প্রমুখ আধিকারিকগণ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফালাকাটার বেশ কিছু এলাকায় উপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড বেগে ঝড়। ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয়েছে কিছু। খানিকের এই ঝড়ে ফালাকাটার সাতপুকুরিয়া পাঁচমাইল এলাকা সংলগ্ন ফরেষ্ট পারার পাকুর তলা এলাকার এলাকায় সব থেকে বেশি ক্ষতি গ্রস্থ হয়েছে।
এছাড়া বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে রাস্তায় কোথাও আবার বাড়িতে। ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের খড়ের বেড়ার কাঁচা ঘর-বাড়ি। জমিতে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঝড়ের সময় বিদ্যুতের তারে আগুন লেগে বিদ্যুৎ চলে যায় এলাকায়। বেশ কিছু এলাকায় রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার দার্জিলিং, কার্শিয়াঙে৷ ভারী বৃষ্টির হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি৷ উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবেই৷ উত্তরবঙ্গের ৪ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)