বিজেপির স্বাস্থ্য শিবিরকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে ইসলামপুরে

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৮ই জানুয়ারি ২০১৮: স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে বিনামুল্যে রাজ্যের খ্যাতনামা চিকিৎসকদের সমন্বয়ে এক বিশালাকায় স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করতে চলেছে ইসলামপুর নগর মন্ডল ভারতীয় জনতা পার্টি। চলতি মাসের ১২ জানুয়ারি ইসলামপুরের সুর্যসেন মঞ্চে বিজেপি পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে কেন্দ্র করে ইসলামপুর শহর সহ মহকুমার চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও করনদিঘি ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলে নাম লেখানো কর্মসুচী শুরু করেছে বিজেপির দলীয় কর্মীরা। পাশাপাশি বিনামুলে্এ স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও শিবির উপলক্ষে একঝাক হেভিওয়েট নেতার উপস্থিতি স্বাভাবিকভাবেই বিজেপি শিবিরকে ইতিমধ্যেই চাঙ্গা করে তুলেছে। সেইমতো চলছে দলীয়স্তরে প্রচারও। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের জেলা স্তরের নেতৃত্বের পাশাপাশি জেলা সভাপতি নির্মল দাম, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া, বিধায়ক মনোজ টিগ্গা, এমজিএম মেডিকাল কলেজের দিলীপ জয়সওয়াল সহ রুপা গাঙ্গুলী ও লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও শিবিরে উপস্থিত থাকবেন কলকাতা থেকে আগত চিকিৎসক ক্যানসার বিশেষজ্ঞ সোমনাথ সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ আর ডি দুবে, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুভাষ সরকার সহ 35 জন চিকিৎসক। ইসলামপুর নগর মন্ডল বিজেপির সভাপতি সৌম্যরুপ মন্ডল বলেন, ইসলামপুর মহকুমার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে মাথায় রেখে আমরা সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌছে দিতেই আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগে ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!