ফের প্রকাশ্যে কুচবিহারে তৃনমূল মন্ত্রী – সাংসদ ফেসবুক তরজা
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: সম্প্রতি ফেসবুকে বিধায়ক উদয়ন গুহর সাথে কাজিয়ায় জড়ানোর পর, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আবারও বিতর্কে জড়ালেন কুচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী পার্থ প্রতিম রায়। বৃহস্পতিবার সাংসদ তার ফেসবুক ওয়ালে, “খুব খুশির খবর জব্বর খবর”।
লিখে পোষ্ট করার পর কুচবিহার জেলার শুধু তৃনমূল কংগ্রেসের মধ্যেই নয়, জেলার বিরোধী দল গুলির মধ্যেও কৌতহল শুরু হয়ে যায়। তবে শুক্রবার সাংসদের আরও একটি পোস্টে তিনি জানান “মার্চের প্রথম সপ্তাহেই কোচবিহার শহরে আমার নতুন অফিস, এটাই খুশির খবর, জব্বর খবর কৌতহলের নিরসন।”
তবে সাংসদ পার্থ প্রতিম রায় কৌতহলের অবসান ঘটালেও, তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান আগেও “সোশ্যাল মিডিয়া নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিলো দলের নেতা কর্মীদের। এবার কড়া পদক্ষেপ গ্রহন করা হবে”।