ইসলামপুরে জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: জন্মদিনের পার্টি সেরে বাড়ি ফেরার পথে গভীর রাতে স্কুটি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন বাইক আরোহির মৃত্যু ও গুরুতর জখম এক। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের মিলনপল্লী এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। মৃত দুই যুবকের নাম রিজায়ুল (২১) ও করিম (২০)। এছাড়াও ইসলামপুর মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াচ্ছে গুরুতর মহঃ শা আলম। মৃতদের বাড়ি ইসলামপুরের মেলার মাঠ এলাকায়। জানা গিয়েছে, মহঃ শা আলমের জন্মদিন ছিল বৃহস্পতিবার। ওই দিন শা আলমের ১৮ বছর পুর্ন হবার খুশিতে তিন বন্ধু স্কুটিতে চেপে পার্টি সেরে বাড়ি ফিরছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিয়ালতোর এলাকায় কোনো এক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। ৩১ নং জাতীয় সড়কে এক পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পিক আপ ও স্কুটি আটক করেছে পুলিশ। এই ঘটনায় ইসলামপুরের মেলামাঠ এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)