আলিপুরদুয়ারের যোগেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর গ্রহণ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, আলিপুরদুয়ার, ৩০শে জুন, ২০১৮: আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের যোগেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় বিমল কুমার ভৌমিক তার কর্ম জীবন থেকে অবসর নিলেন আজ। সেই উপলক্ষে বিদ্যালয়ের সকল কর্মী ও বিদ্যার্থিরা তাদের প্রিয় শিক্ষক মহাশয় কে বিদায়ী সংবর্ধনা দিলেন ভারাক্রান্ত মনে। বিদায়ই স্মৃতিচারনে চোখের জলে ভালোবাসা ও শ্রদ্ধায় ভরে উঠে ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। প্রধানশিক্ষক মাননীয় বিমল কুমার ভৌমিক তার কর্ম জীবন থেকে অবসরকালে বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ কৃতি ছাত্রছাত্রী দের উদ্দেশ্যে পরিচালন কমিটির হাতে ২ লক্ষ টাকা তুলে দিলেন। এই টাকা ব্যাঙ্কে জমা রেখে তার থেকে অর্থ দিয়ে এই বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ দুস্থ কৃতি ছাত্রছাত্রী দের লেখাপড়ার সাহায্য করা হবে বলে জানান যোগেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহকারী প্রধান শিক্ষক ভাস্কর দে ও পরিচালন কমিটির সদস্যগণ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)