করোনা আবহাওয়ায় ডুয়ার্সের ডি.বি.আই.টি.এ সদর দপ্তর জীবানুমুক্তকরন করা হল

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৮শে এপ্রিল, ২০২১: হলদিবাড়ি চা বাগানে অবস্থিত ‘ডুয়ার্স ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন’ এর সদর দপ্তরে জীবানুমুক্তকরণ অভিযান চালানো হল। বুধবার গয়েরকাটায় চা বাগানের প্রশিক্ষিত স্প্রে কর্মীদের সহায়তায় চা বাগিচা মালিক গোষ্ঠীর সংগঠন ‘ডি.বি.আই.টি.এ’ এর সমস্ত ক্যাম্পাস ও অফিসে জীবানুনাশক স্প্রে করা হয়।

ডি.বি.আই.টি.এ এর সম্পাদক শ্রী সঞ্জয় বাগচি বলেন ডুয়ার্সের ৮৫ টি চা বাগান বর্তমানে সংগঠনের সদস্য রয়েছে। এই চা বাগানগুলির পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হলদিবাড়ির সদর দপ্তর থেকেই তদারকি করা হয়। প্রতিদিন বিভিন্ন চা বাগান থেকে নানান কাজে এখানে পরিচালন কর্তৃপক্ষের প্রতিনিধি ও কর্মীরা এসে থাকেন। এছাড়া দপ্তরের চত্ত্বরে থাকা ৫ টি বাংলো এবং ৬০ টি আবাসনে পরিবার সহ আধিকারিক ও কর্মীরা বসবাস করেন। সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এদিন সমস্ত এলাকায় জীবানুমুক্তকরণ কর্মসূচী নেওয়া হয়েছিল।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!