হ্যা মিল্টণগঞ্জের বিবেকনগরে কোরোনা আক্রান্ত পরিবারকে খাদ্যরসামগ্ৰী দিল কালচিনি ব্লক প্রশাসন
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, হ্যামিল্টণগঞ্জ, ২৮শে এপ্রিল, ২০২১: হ্যামিল্টণগঞ্জের বিবেকনগর এলাকায় কোরোনা আক্রান্ত পরিবারের হাতে খাদ্যসামগ্ৰী তুলে দিল কালচিনি ব্লক প্রশাসন। বুধবার বিকেলে আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টণগঞ্জের বিবেকনগর এলাকায় করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন কালচিনি বিডিও শ্রী প্রশান্ত বর্মণ ও ব্লক দপ্তরের আধিকারিকরা এবং তাদের হাতে চাল, ডাল, তেল, নুন ইত্যাদি অত্যাবশ্যক খাদ্য সামগ্ৰী তুলে দেওয়া হয়।
কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান হ্যামিল্টণগঞ্জ বিবেক নগড় এলাকার এই পরিবারের দুজন ছেলেই কোভিড আক্রান্ত আর তাদের বিধভা মা ঘরে রয়েছে আমরা জানতে পেরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্ৰী প্রদান করা হয়।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments