ময়নাগুরিতে আগুনের পুড়ে ছাই বর্ষার জন্যে মজুত রাখা পুঞ্জি
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৬ই ফেব্রুয়ারি ২০১৮: বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ময়নাগুরি ব্লকের দক্ষিন খাগড়াবাড়ি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়ে গেলো কৃষনা দাসের বাড়ির ৫ বিঘা জমির পোয়ালের পুঞ্জি। অগ্নিকান্ড ঘটার কিছুক্ষন পর ঘটনাস্থলে ময়নাগুরি দমকল থেকে একটি ইঞ্জিন এসে পৌছায়। আগুনের মাত্রা এতই তীব্র ছিলো যে বহু কষ্ট করে আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে হিমসিম খেতে হয় দমকলকে। সেই মুহুর্তে স্থানীয়রাও আগুন নেভাতে হাত লাগান। পশুর খাবারের জন্য এই পুঞ্জি বানানো হয়েছিলো। বর্ষাতে গবাদি পশুগুলির খাবারের যাতে কোন অসুবিধে না হয় সেই কারনেই এই পুঞ্জিতে প্রচুর সংক্ষক পোয়াল মজুত করে রাখা হয়েছিলো। আসন্ন বর্ষাতে কি হবে গবাদি পশুগুলির এই চিন্তায় মাথায় হাত বাড়ির মালিকের। তবে আগুন লাগার কারন জানা যায়নি।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)