ফালাকাটায় পুলিশ এবং ব্যাবসায়ীদের করোনা সচেতনতা প্রচারে ঘটল গণ্ডগোল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৮শে এপ্রিল, ২০২১: ফালাকাটা থানার পুলিশ ও ফালাকাটা ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে করোনা নিয়ে ব্যবসায়ীদের প্রচার চালানো হলো বুধবার সকালে। এদিন সমস্ত দোকানে ঘুরে ঘুরে দোকানদারদের বোঝালেন আইসি সনাতন সিংহ। দোকানদারদের বললেন যে দোকানদাররা কেউ যেনো দোকানের সামগ্রী দোকানের বাইরে বের করে রাস্তা অযথা না আটক করে রাখে এবং দোকানের সামনে গোল গোল চিহ্ন করে সামাজিক দূরত্ব বজায় রাখে এবং ক্রেতা-বিক্রেতা সকলে যেন মাস্ক ব্যাবহার করে এবং এই করোনা মোকাবেলায় প্রশাসনকে সহযোগিতা করে। উপস্থিত ছিলেন ফালাকাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক নান্টু তালুকদার সহ ফালাকাটা থানার সকল কর্মীগণ।
তবে সব ঠিকঠাক ছিল না এই প্রচারে। করোনার সচেতনতা করতে গিয়ে ব্যবসায়ীদের কাছে ক্ষোভের মুখে পড়তে হলো ফালাকাটা থানার পুলিশকে। এরপর ফালাকাটা থানার পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে এক বাকবিতণ্ডা তৈরি হয়। এই করোনা সচেতনতা প্রচারে যখন ফালাকাটা থানার পুলিশ এবং ফালাকাটা ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে হাটে যান। সেখানে গিয়ে হঠাৎ করে ব্যবসায়ীদের একাংশ উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এরপর দুপক্ষের মধ্যে তৈরি হয় এক গন্ডগোল পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ধীরে ধীরে।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)