পয়লা মার্চ থেকে বালুরঘাটে শহরে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ও থার্মকলের সামগ্রী বন্ধ

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বালুরঘাট ১লা মার্চ ২০১৮: আজ থেকে বালুরঘাট শহরে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ও থার্মকলের কিছু সামগ্রী সম্পুর্ন বন্ধের নির্দেশ জারি করেছে বালুরঘাট পুরসভা। নিষিদ্ধ সামগ্রী ব্যবহারের সময় ধরা পরলে ক্রেতার ৫০ ও বিক্রেতার ২০০ টাকা জরিমানা হবে। আর আগে এমন উদ্যোগে অসফল হলেও এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে বালুরঘাট পুরসভা। দিনেরাতে চলছে ব্যাপক মাইকিং। পুরসভার এমন নির্দেশকে সাধুবাদ জানিয়ে রবিবার বালুরঘাট তহবাজার ও সাহেব কাছারি বাজারে প্রায় ৫ হাজার ব্যাগ বিলি করল খাদিমপুর এলাকার একটি ক্লাব। সচেতনতায় এম প্রচারে সামিল হন স্থানীয় কাউন্সিলার থেকে শহরের বিশিষ্ট জনরাও। জানাগেছে,  অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও ৪০ মাইক্রনের নীচের ক্যারিব্যাগে দেদারে চলছে ক্রয় বিক্রয়। নালা নর্দমা ভরে গিয়ে প্রতিনিয়ত বাড়ছে পরিবেশ দূষণ।  দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটেও বেশ কয়েকবার নিষিদ্ধ করা হয়েছিল ৪০ মাইক্রোনের নীচের প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ও থার্মকল বিক্রি এবং ব্যবহার। ধরপাকড়ও শুরু হয় কয়েকদিন। তবে দিন কয়েকের মধ্যে আগের অবস্থানে। এখনও শহরের  সর্বত্র দেদারে বিক্রি ও ব্যবহার হতে থাকে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ও থার্মকল। নজরদারি ও ত্বতাবধানের অভাব দেখা দেয়। দিন কয়েক আগে ফের একবার উদ্যোগ নিয়েছে বালুরঘাট পুরসভা। এনিয়ে ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন লাগাতার প্রচার চালাচ্ছে হচ্ছে শহর জুড়ে। গত ১০ই ফেব্রুয়ারি ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকও করেন পৌরসভার চেয়ারম্যান শ্রী রাজেন শীল। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। এছাড়াও শহরের ১০ হাজার পড়ুয়াকে এই কাজে সামিল করা হয়েছে ইতিমধ্যে। পুরসভার এই পরিকল্পনাকে সার্থক করতে রবিবার পথে নেমেছে খাদিমপুর এলাকার ক্লাবটি।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!