দক্ষিণ দিনাজপুরে ২০টি পরিবারের তৃনমূল কংগ্রেসে যোগদান

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বালুরঘাট ১লা মার্চ ২০১৮: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বড়সড় ভাঙন বিরোধী শিবিরে। বাম ও বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন বেশ কিছু কর্মী ও সমর্থক। কুমারগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেস সূএে জানাগেছে, বুধবার ডাঙ্গার হাটে তৃনমূল কংগ্রেসর কর্মীসন্মলনে বাম ও বিজেপি ছেড়ে প্রায় ২০টি পরিবার তৃনমূল কংগ্রেসে যোগদান করে। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূল কংগ্রেসের কুমারগঞ্জ ব্লক সভাপতি তোরাফ হোসেন মন্ডল। এই যোগ দান পর্বে  উপস্থিত ছিলন তৃনমূল কংগ্রেসের কুমারগঞ্জ ব্লক সভাপতি তথা বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, তৃনমূলের কৃষান খেত মজদুর কমিটির জেলা সভাপতি মফেজউদ্দিন মিঞা, তৃনমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য নিখিল সিংহ রায় ও সারদা সিংহ রায়, আই.এন.টি.টি.ইউ.সির ব্লক সভাপতি শুভজিৎ সিংহ রায় ও তৃণমূল ছাত্র পরিষদের কুমারগঞ্জ ব্লক সভাপতি সোমনাথ চৌধুরী সহ তৃনমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও মমতা ব্যানার্জীর হাত শক্ত করতে পঞ্চায়েত নির্বাচনের আগে বামফ্রন্ট ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে সদ্য তৃণমূলে যোগদানকারীরা জানান। এবিষয়ে তৃনমূলের কৃষান খেত মজদুর কমিটির সভাপতি মফেজউদ্দিন মিঞা জানান, প্রায় প্রতিদিনই অন্যান্য দল থেকে কর্মী সমর্থকেরা তৃনমূলে যোগদান করছেন। আজকেউ সেইরূপ ২০টি পরিবারের লোকরা তৃনমূলে যোগদান করলেন। তাদেরকে আমরা রাজনৈতিক ভাবে আমন্ত্রন জানাই।

ছবিঃ দীপঙ্কর মিত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!